Friday , 9 June 2023
আপডেট
Home » গরম খবর » আমরণ অনশনে প্রাথমিকের সহকারী শিক্ষকরা
আমরণ অনশনে প্রাথমিকের সহকারী শিক্ষকরা
শিক্ষকদের আমরণ অনশন

আমরণ অনশনে প্রাথমিকের সহকারী শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি: বেতন বৈষম্য নিরসনের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার সকাল ১০টা থেকে শহীদ মিনারে সারাদেশ থেকে আসা শিক্ষকরা এ কর্মসূচি শুরু করেছেন। শিক্ষকদের এক দফা এত দাবি হচ্ছে বেতন বৈষম্য নিরসন করতে হবে।

শিক্ষকদের আমরণ অনশন

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের ডাকে এই কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা। শিক্ষকরা বলেন, ‘১৯৭৩ সাল থেকে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের বেতন গ্রেডে এক ধাপ পার্থক্য ছিল। পরবর্তীতে ২০০৬ সালে এসে দুই ধাপ পার্থক্য সৃষ্টি হয়। ২০১৪ সালে তিন ধাপ পার্থক্য সৃষ্টি হয়। প্রধান শিক্ষকরা ১১তম গ্রেডে উন্নীত হলেও সহকারী শিক্ষকরা ১৪তম গ্রেডেই পড়ে রয়েছেন। যা কোনোভাবেই কাম্য নয়। এই বৈষম্য অবিলম্বে দূর করতে হবে।’

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*