Saturday , 10 June 2023
আপডেট
Home » গরম খবর » ‘নিখোঁজ’ কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর গুলশানে গ্রেফতার
‘নিখোঁজ’ কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর গুলশানে গ্রেফতার

‘নিখোঁজ’ কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর গুলশানে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে গুলশান থানা এলাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গত ২৭ আগস্ট থেকে প্রায় চার মাস ধরে ‘নিখোঁজ’ আমিনুরকে শুক্রবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ গ্রেফতার করে।
শনিবার সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ডিবি উত্তরের অতিরিক্ত উপ-কমিশনার শাহজাহান সাজু।
তিনি জানান, আমিনুর রহমানকে গুলশান থানায় ২০১৫ সালের ফেব্র“য়ারি দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলা নম্বর-২৫।
এদিকে আমিনুর রহমানের ভাই এম এম মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, তার ভাই এখন মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রয়েছে।
প্রসঙ্গত, গত ৩০ আগস্ট কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম দাবি করেছিলেন, ২৭ আগস্ট থেকে আমিনুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
সৈয়দ ইবরাহিম জানান, ওইদিন রাত ১০টার দিকে নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারে অবস্থিত বাসার উদ্দেশ্যে যাওয়ার পথে আমিনুর নিখোঁজ হন।
২০ দলের অন্যতম শীর্ষ নেতা নিখোঁজ আমিনুরকে খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বানও জানান কল্যাণ পার্টির চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*