আজকের প্রভাত প্রতিবেদক : দেশের বাজারে ১০০ দিনের রিপ্লেস ওয়ারেন্টি সুবধার ফোন এনেছে ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স। এটি ফিচার ফোন। মডেল মাইক্রোম্যাক্স এক্স০৮৮ প্লাস। যার মূল্য ধরা হয়েছে ৮৯০ টাকা।
বাংলাদেশে মাইক্রোম্যাক্স-এর ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সোফেল টেলিকম এর পরিচালক সাকিব আরাফাত এসব তথ্য জানান।
তিনি বলেন, নতুন এই ফোনটিতে তারবিহীন এফ রেডিও শোনার সুবিধা রয়েছে। যার সাউন্ডও অনেক বেশি। আছে ভয়েস রেকডিং করার সুবিধা। আর সেটটির ব্যাটারিও অনেক। ১০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটটিতে। যা দিয়ে একজন গ্রাহক একটানা অনেকক্ষণ কথা বলতে পারবে। চার্জ শেষ হবে না।
দেশের সব খানে রিটেইল শপে এই ফোনটি পাওয়া যাচ্ছে বলেও জানান সাকিব আরাফাত ।
