ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ওয়ালটন বিজয় দিবস তায়কোয়ানডো প্রতিযোগিতা ২০১৭। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা ১০ জানুয়ারি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। রোববার প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। সংবাদ সম্মেলনে জানানো হয় ৩২টি ওজন শ্রেণিতে ৪০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। যার মধ্যে পুরুষ ২৫০ জান ও নারী ১৫০ জন। সিনিয়র ক্যাটাগোরি (পুরুষ ও মহিলা) ওজন শ্রেণি ৬টি করে মোট ১২টি। জুনিয়র ক্যাটাগোরি (পুরুষ ও মহিলা) ১০টি করে মোট ওজন শ্রেণি ২০টি। এ ছাড়া পুরুষ ও মহিলা সিনিয়র পুমসে প্রতিযোগিতায় একক, দ্বৈত ও দলীয় এবং পুমসের জুনিয়র ক্যাটাগোরিতেও একক, দ্বৈত ও দলীয়ভাবে প্রতিযোগিতা হবে। প্রতিটি ওজন শ্রেণি ও পুমসে ক্যাটাগোরির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
