আজকের প্রভাত প্রতিবেদক : চীনের স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে বাংলাদেশর তাদের সর্বশেষ ফ্ল্যাগশীপ ডিভাইস হুয়াওয়ে মেট টেন প্রো বাংলাদেশ উন্মোচন করতে যাচ্ছে। ফোনটির বিশেষত্ব হলো এটিতে রয়েছে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (এআই), তিন ক্যামেরা সেটাপ যার একটিতে ১২ এবং ২০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
এ উপলক্ষ্যে রাজধানীর হোটেলে সোনারগাঁওয়ে বলরুমে গ্র্যান্ড লঞ্চিং এর আয়োজন করেছে হুয়াওয়ে।
হুয়াওয়ে মেট টেন প্রোতে রয়েছে, আর্টিফিসিয়াল ইন্টেলেজেন্সি কেন্দ্রিক কিরিন ৯৭০ প্রসেসর । ৬ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। ফোনটি দুইটি বিল্টইন মেমোরি ভার্সনে পাওয়া যাবে। একটি ৬৪ জিবির অন্যটি ১২৮ জিবির।
ফোনটিতে ৬ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যার অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। ফোনটির ডিসপ্লের রেজুলেশন ২১৬০ বাই ১০৮০ পিক্সেল।
হুয়াওয়ে মেট ১০ প্রো-তে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। দামসহ অন্যন্য সুযোগ সুবিধা জানা যাবে ২৬ ডিসেম্বর রাতে।
