ক্রীড়া প্রতিবেদক : সারাবিশ্বে দ্রুত জনপ্রিয় হতে থাকা স্পোর্টস মিক্সড মার্শাল আর্টস এর এশিয়া অঞ্চলের সর্ববৃহৎ আসর ওয়ান এফ সি। বাংলাদেশ ওয়ারিয়র্স অ্যাকাডেমী অফ মিক্সড মার্শাল আর্টস এর সদস্য মোঃ আশরাফুল ইসলাম এই প্রথমবারের মত কোন বাংলাদেশী হিসেবে পদার্পন করলেন এই আসরে। (০৯ ডিসেম্বর) শনিবার ব্যাংককের ইমপ্যাক্ট এরিনায় অনুষ্ঠিত, ব্যান্টামওয়েট ওয়েট ক্লাসে তার প্রথম ফাইটেই দৃষ্টি আকর্ষন করলেন সবার। ২১ বছর বয়সী এই তরুন জিত কুন্ ডো (ব্রুস লি স্টাইল), বক্সিং ও জুজিতসুতে পারদর্শী। এর পূর্বে ভারতের দিল্লীতে অনুষ্ঠিত আল্টিমেট ফাইটিং ইন্ডিয়া কম্পিটিশনে আশরাফুল ইসলাম ও তার কোচ আবু সাঈদ যথাক্রমে ব্যান্টামওয়েট ও ফ্লাইওয়েট ডিভিশনে টাইটেল বেল্ট জিতেছেন। উদীয়মান এ তরুন মিক্সড মার্শাল আর্টিস্ট বাংলাদেশের মিক্সড মার্শাল আর্টসকে এগিয়ে নিয়ে গেলেন আরো এক ধাপ।
