Thursday , 23 March 2023
আপডেট
Home » অন্যান্য » বাজারে আনতে কাজ করছে অপোর এ৮৫ নতুন ফোন
বাজারে আনতে কাজ করছে অপোর এ৮৫ নতুন ফোন

বাজারে আনতে কাজ করছে অপোর এ৮৫ নতুন ফোন

আজকের প্রভাত ডেস্ক: চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অপো নতুন একটি হ্যান্ডসেট বাজারে আনতে কাজ করছে। ফোনটি মডেল অপো এ৮৫। এই ফোনটি সম্প্রতি চীনের সার্টিফিকেশন অথোরেটি টিইএনএএ-তে তালিকাভূক্ত হয়েছে। এই ফোনটি মধ্যম ঘরানার। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে।
অপোর নতুন এই ফোনটিতে থাকছে ৫.৭ ইঞ্চির টিএফটি এলসিডি ডিসপ্লে। এতে এইচডি প্লাস রেজুলেশন পাওয়া যাবে। ডিসপ্লের রেজুলেশন ১৪৪০x৭২০ পিক্সেল।
অপো এ৮৫ ফোনটিতে অক্টাকোর সিপিইউ এবং ২.৫ গিগাহার্জের প্রসেসর থাকছে। ৪ জিবি র‌্যামের এই ফোনটিতে ৩২ জিবি চিপসেট ব্যবহার করা হয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত পর্যন্ত মেমোরি বাড়ানো যাবে।
ছবির জন্য ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। সেলফির জন্য আছে ৮ মেগাপিক্সেলের শুটার।
ফোনটিতে অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেমে চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*