আজকের প্রভাত ডেস্ক : চীনের শীর্ষ স্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড শাওমি নতুন ফোন বাজারে ছাড়ার পরিকল্পনা করেছেন। ফোনটির মডেল শাওমি এমআই ম্যাক্স ৩। এটি শাওমির ফ্যাবলেট ঘরনার ফোন। যেটি শাওমির ফ্যাবলেট সিরিজ ম্যাক্সের তৃতীয় সংস্করণ। শুধু তাই নয় এটিতে বড় ডিসপ্লেসহ শক্তিশালী ব্যাটারিও ব্যবাহার করা হবে।
সম্প্রতি চীনের প্রযুক্তি বিষয়ক সাইটে প্রকাশিত খবরে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন থেকে আরো জনা যায়, ডিভাইসটির ডিসপ্লে হবে ৭ ইঞ্চির। যার ডিসপ্লের রেশিও হবে ১৮:৯।
ডিভাইসটিতে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৬৩০ প্রসেসর। আরেকটি সংস্করণে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৬৬০। এর র্যাম হবে ৪ গিগাবাইট। পাশাপাশি ডিভাইসটি মিলতে পারে ৩২ ও ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরির সংস্করণে। এছাড়া থাকবে কুইক চার্জার ৩.০ প্রযুক্তি, ব্লুটুথ, ওয়াইফাই ইত্যাদি সুবিধা।
ব্যাটারির জন্য এটিতে নতুন থাকতে পারে ৫ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। যা পূর্বের এমআই ম্যাক্স টু থেকে অধিক কার্যকরি হবে বলে জানা গেছে।
ফোনটি কবে বাজারে আসবে সেসম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
