Saturday , 10 June 2023
আপডেট
Home » গরম খবর » রাজধানীর ৬ কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল
রাজধানীর ৬ কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল

রাজধানীর ৬ কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল

ডেস্ক রিপোর্ট: ফার্মগেট এলাকায় অবস্থিত ছয়টি কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স বাতিল করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ মঙ্গলবার এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় অবৈধ ও অননুমোদিত সাইনবোর্ড, পোস্টার, ফেস্টুন, ওভারহেড সাইনবোর্ড অপসারণ না করায় ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে বলে সিটি করপোরেশন সূত্রে জানা গেছে।
লাইসেন্স বাতিলকৃত কোচিং সেন্টারগুলো হলো- ইউসিসি কোচিং সেন্টার, ইউনিএইড কোচিং সেন্টার, আইকন কোচিং সেন্টার, আইকন প্লাস কোচিং সেন্টার, ওমেকা কোচিং সেন্টার ও প্যারাগন কোচিং সেন্টার। এদিকে বিভিন্ন সময়ে দেয়াল লিখন ও পোস্টার নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিভিন্ন কোচিং সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এরপরও সংশোধন না হওয়ায় এসব কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স বাতিল করা হয়। এসব বিষয়ে কোচিং সেন্টারগুলোকে আগেই সর্তক করা হয়েছিলো বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*