ক্রীড়া প্রতিবেদক : ট্রাস্ট ব্যাংক জাতীয় স্কুলও কলেজ তায়কোয়ানডো প্রতিযোগিতায় পুরুষ জুনিয়র বিভাগে কক্সবাজার জেলা এবং মহিলা জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ। এবং পুরুষ বিভাগে রানার্স আপ হয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কুল ও মহিলা বিভাগে রানার্স আপ হয় যৌথভাবে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ ও বারিধারা উদয়ন স্কুল।
বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। এ সময় তায়কোয়ানডো ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল, সহ সভাপতি নজরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন। এবারের প্রতিযোগিতায় দেশের মোট ২৭টি স্কুল ও কলেজের ৭০০জন তায়কোয়ানডো খেলোয়াড় অংশ নেন।
