Saturday , 10 June 2023
আপডেট
Home » খেলাধুলা » ইসলামিক সলিডারিটি গেমসের পদকজয়ীরা পুরস্কৃত
ইসলামিক সলিডারিটি গেমসের পদকজয়ীরা পুরস্কৃত

ইসলামিক সলিডারিটি গেমসের পদকজয়ীরা পুরস্কৃত

ক্রীড়া প্রতিবেদক : গত মে মাসে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে পদক জয়ী বাংলাদেশের ক্রীড়াবিদদের ঘোষিত অর্থ পুরস্কার দিয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ( বিওএ)। ইসলামিক সলিডারিটি গেমসে শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে স্বর্নজয়ী আবদুল্লাহেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশা, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য জয়ী রাব্বি হাসান মুন্না এবং মহিলা রেসলিংয়ের ৬৯ কেজি ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ী শিরিন সুলতানাকে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের অর্থ তুলে দেয়া হয়। স্বর্ন পদক জয়ী ২ শ্যুটারকে ২ লাখ টাকা করে, রৌপ্য পদক জয়ীকে ২ লাখ টাকা এবং ব্রোঞ্জ পদক জয়ী ক্রীড়াবিদ পেয়েছেন ১ লাখ টাকা। পদক জয়ী ক্রীড়াবিদদের প্রশিক্ষকদের ও অর্থ পুরস্কার দেয়া হয়েছে। স্বর্নজয়ে অবদান রাখায় শ্যুটিংয়ের কোচ ক্লাবস জর্ন ক্রিস্টানসেন ১ লাখ টাকা, রৌপ্যপদক জয়ে ৭৫ হাজার টাকা এবং মহিলা রেসলিংয়ে ব্রোঞ্জ জয়ী শিরিন সুলতানার কোচ তাবিউর রহমান পাহলোয়ানকে ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হয়েছে। আবদুল্লাহেল বাকি অনুপস্থিত থাকায় তার পক্ষে পুরস্কারের চেক গ্রহন করেছেন শ্যুটিং দলের ম্যানেজার গোলাম শফিউদ্দিন খান, কোচ ক্লাবস জনের অনুপস্থিতিতেও তার অর্থ পুরস্কারের চেক গ্রহন করেছেন তিনি।
শনিবার দুপুরে কুর্মিটোলা গলফ ক্লাবে পদক জয়ী ক্রীড়াবিদ এবং তাদের প্রশিক্ষকদের হাতে পুরস্কারের চেক তুলে দেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ সফিউল হক এসবিপি,এনডিসি,পিএসসি। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, মাহাবুব আরা গিনি এমপি ও শেখ বশির আহমেদ , বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং ইসলামিক সলিডারিটি গেমসের শেফ দ্য মিশন নুরুল ফজল বুলবুল। পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে পদক জয়ী ক্রীড়াবিদদের সম্মানে মধ্যাহ্ন ভোজে অতিথিরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*