Saturday , 10 June 2023
আপডেট
Home » মিডিয়া » ডিক্যাবের নতুন সভাপতি রেজাউল করিম লোটাস, সাধারন সম্পাদক মাহফুজ মিশু
ডিক্যাবের নতুন সভাপতি রেজাউল করিম লোটাস, সাধারন সম্পাদক মাহফুজ মিশু

ডিক্যাবের নতুন সভাপতি রেজাউল করিম লোটাস, সাধারন সম্পাদক মাহফুজ মিশু

আজকের প্রভাত প্রতিবেদক : ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিক্যাব) সভাপতি পদে পুনর্র্নিবাচিত হয়েছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের রেজাউল করিম লোটাস। আর সাধারন সম্পাদক হয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু। রোববার জাতীয় প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি ও সহ-সভাপতি ছাড়া বাকি সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে লোটাস পেয়েছেন ১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউজটোয়েন্টিফোরের আঙ্গুর নাহার মন্টি পেয়েছেন ১৩ ভোট। এ পদের আরেক প্রার্থী ডেইলি ইন্ডিপেন্ডেন্টের হুমায়ুন কবির ভূইয়া পেয়েছেন ১ ভোট।
সহ-সভাপতি পদে ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সংবাদ সংস্থা ইউএনবি’র এ কে এম মঈন উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইংরেজি দৈনিক নিউ এজের সাহিদুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৯ ভোট।
নির্বাচনে ডিবিসি নিউজের ইশরাত জাহান উর্মি যুগ্ম-সম্পাদক, দৈনিক মানবজমিনের মিজানুর রহমান কোষাধ্যক্ষ ও দৈনিক জনকণ্ঠের তৌহিদুর রহমান দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
এছাড়া দৈনিক যুগান্তরের মাসুদ করিম, ইত্তেফাকের মাঈনুল আলম, প্রথম আলোর রাহীদ এজাজ, সংবাদের সালাম জোবায়ের ও নিউজপোর্টাল বাংলা ট্রিবিউনের শাহরিয়ার জামান সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
এই আয়োজনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সাংবাদিক এম শফিকুল করিম। অপর দুই কমিশনার ছিলেন সাংবাদিক শ্যামল দত্ত ও নিজাম উদ্দিন।
এর আগে রেজাউল করিম লোটাসের সভাপতিত্বে ডিক্যাবের বার্ষিক সাধারণ সভা হয়। এ সময় বিদায়ী সাধারণ সম্পাদক পান্থ রহমান ও কোষাধ্যক্ষ নুরুল ইসলাম হাসিব বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*