ক্রীড়া প্রতিবেদক : ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে শিরোপার আরও কাছে চলে গেলো ঢাকা আবাহনী লিমিটেড। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ-বিপিএলের ম্যাচে রবিবার তারা ২-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে শিরোপা অক্ষুন্ন রাখার পথে একধাপ এগিয়ে গেলো। খেলার উভয়ার্ধে একটি করে গোল করে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, আবাহনী গুরুত্বপূর্ণ এই খেলার ৩২ মিনিটে ডিফেন্ডার নাসির চৌধুরীর গোলে এগিয়ে যায় আকাশি-হলুদ শিবির। বাকী সময়ে গোল পরিশোধের চেষ্টা করেও সফল হয়নি ব্রাদার্স। বিরতির পর আবারও প্রতিপক্ষের ওপর ঝাপিয়ে পড়ে গোপীবাগের দলটি। কিন্তু এবারও সফল হতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন।
উল্টো খেলার ৬০ মিনিটে ফরোয়ার্ড রুবেল মিয়ার গোলে ২-০ তে এগিয়ে যায় ঢাকা আবাহনী। বাকী সময়ে আর কোনো গোল না হলে, ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। এতে ২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো তারা।
