আজকের প্রভাত প্রতিবেদক : গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নতুন ওয়্যারলেস প্রিন্টার। এটি ব্রাদারের তৈরি। মডেল এম এফ সি ৯৩৩০ সি ডি ডাব্লিউ। ওয়্যারলেস ছাড়াও ইউএসবি পোর্টের মাধ্যমে স্মার্টফোন, ল্যাপটপ কিংবা ডেস্কটপ থেকে এই প্রিন্টারটিতে উচ্চ রেজুলেশন সমৃদ্ধ ডকুমেন্টস প্রিন্ট দেয়া যাবে।
প্রিন্টারটি তার সহ এবং তারবিহীন দু ভাবেই কাজ করতে সক্ষম। প্রিন্টারটি গুগল ক্লাউড এবং মোবাইল থেকে সরাসরি কাজ করা যায়।এম এফ সি ৯৩৩০ সি ডি ডাব্লিউ প্রিন্টারটি আপনার অফিসের যাবতীয় প্রিন্টিং, স্ক্যানিং, ফটোকপি এবং ফ্যাক্সিং এর সকল প্রয়োজনের সহজ সমাধান।
শুধু তাই নয়, ডাবল সাইড প্রিন্ট ফাংশন, ফ্যাক্স করার ক্ষমতা এবং উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন প্রিন্টারটি ৯.৩ ইঞ্চি কালার টাচ স্ক্রিন কন্ট্রোল সমৃদ্ধ। প্রয়োজনীয় এবং কার্যকরী পণ্যটির মূল্য মাত্র ৩৭ হাজার টাকা।
