আজকের প্রভাত প্রতিবেদক : বাংলাদেশ কম্পিউটার সোসাইটি বিসিএস’র ২০১৮-২০২০ মেয়াদের নতুন কমিটি তাদের দায়িত্ব বুঝে নিয়েছে। রোববার রাতে বছরের শেষ লগ্নে এ কমিটি দায়িত্ব বুঝে নেয়।
দায়িত্বভার গ্রহণ শেষে নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দ্রুত গতিতে কাজ করছে আর এর অংশীদার আমরা সবাই। তাই সরকারকে এগিয়ে নেয়ার লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে কাজ করব। এ সময় নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো. তমিজ উদ্দিন বলেন, বাংলাদেশ কম্পিউটার সোসাইটিকে নতুন করে ঢেলে সাজাতে কাজ করবেন তিনি। পরিকল্পণা মন্ত্রণালয়ের এ সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট বলেন, একটি পেশাদার সোসাইটি গড়ার লক্ষ্যে তিনি সবাইকে নিয়ে কাজ করতে চান। এজন্য সমিতির সাবেক কমিটির সদস্যসহ সকল সাধারণ সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নির্বাচনে বিভিন্ন প্যানেল থেকে নির্বাচিত ৩৪ জনের নির্বাহী কমিটিতে এবার জয় পান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু (সভাপতি), মো. শরীফ উদ্দিন (সহ সভাপতি,অ্যাডমিন), এসকে মো. জামিনুর রহমান (সহ সভাপতি, ফিন্যান্স), অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. শামসুল আরেফিন (সহ সভাপতি,অ্যাকাডেমিক), মো. তমিজ উদ্দিন (মহাসচিব), মো. আখতারুজ্জামান (যুগ্ম সচিব,অ্যাডমিন), ইঞ্জিনিয়ার শেখ রওনাকুস সালেহীন (যুগ্ম সচিব,ফিন্যান্স), রেজাউল করিম (যুগ্ম সচিব,অ্যাকাডেমিক) ও অধ্যাপক ড. লাফিফা জামাল (কোষাধ্যক্ষ)।
কার্য নির্বাহী কমিটির ২৫ জন কাউন্সিলর হলেন- গাজী মো. মশিউর রহমান, ফাতেমা তুজ জোহরা রূপা, মো. আবদুল বাসেত, তামান্না হক নিপা, আতিকুল ইসলাম লিটন, মো. তারেক ইমতিয়াজ খান, কে এম শরীফ উর রহমান, মো. আল আমিন, মো. শরীফুল ইসলাম, প্রশান্ত কুমার কবিরাজ, মো. হেদায়েতুল হাসান, মো. আব্দুল জব্বার, সম্রাট কুমার দে, নজরুল ইসলাম, মো. আমিনুল ইসলাম, টিপু সুলতান, নজরুল ইসলাম ভূঁইয়া, বিধান চন্দ্র দে, এ বি এম আহসান উল্লাহ, তানিয়া হাবিব, মো. জারাফাত ইসলাম, মো. হাসিব সুলতান, মেহেদি হাসান, মো. রওশন আলম ও জাহাঙ্গীর আলম।
