Saturday , 1 April 2023
আপডেট
Home » অন্যান্য » এক চার্জে চার দিন চলছে লি-ফোন কে৬
এক চার্জে চার দিন চলছে লি-ফোন কে৬

এক চার্জে চার দিন চলছে লি-ফোন কে৬

আজকের প্রভাত ডেস্ক : দেখতে স্লিম ও আকর্ষণীয় ফিচার ফোন কে৬ এক চার্জেই চার দিন চলছে । ফোনটি বাজারে ছেড়েছে দেশীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড (ডিসিএল)। ফোনটির মডেল লি-ফোন কে৬।
ফোনটিতে অরিজিনাল ২৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা দিয়ে একটানা অনেকক্ষণ কথা বলা যাবে। রয়েছে ডুয়েল সিম ব্যবহার করার সুবিধা।
টর্চ লাইট সুবিধাসহ ২.৪ ইি ডিসপ্লে রয়েছে কে৬ ফোনটিতে। এছাড়াও অটো কল রেকর্ডার, মাল্টিমিডিয়া, ব্লুটুথ, জিএসএম সুবিধা।
হেটফোন ছাড়া এফএম চলবে কে৬। শুধু তাই নয় ৩২ জিবি মেমোরি সমর্থন করবে ফোনটিতে। এটির দাম ধরা হয়েছে ১০৫০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*