Friday , 24 March 2023
আপডেট

কবিতা

আমার জন্মভূমি
ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ারুল হক

প্রিয় স্বদেশ, জন্মভূমি মোর, তোমার আলো বাতাস,
যোগায় আমার দেহে প্রাণ বায়, বাঁচিয়ে জীবন আশ।
ধরার দুলালী রূপ কুমারী যার রূপের নাই যে শেষ
সে যে আমার প্রিয় মাতৃভূমি, সোনার বাংলাদেশ।
নদী মাতৃক দেশটি আমার, আমার মাতা দেশ
দেশের কোলে শুরু আমার দেশের বুকেই শেষ।
প্রতিদিন ভোরে-
বধুর বেশে মধুর হেসে রাঙায় আমার মন,
গাছের ছায়ায় লতায় পাতায় ভরে রয় যে বন।
রোজ সকালে ভাঙেরে ঘুম দোয়েল পাখির শিসে,
নতুন দিনের স্বপন জাগায় ভোরের সূর্য হেসে।
নানান জাতির নানান ধর্ম সবার প্রিয় এ দেশ
দেশের কৃপায় মোদের সবার কাটছে জীবন বেশ।
দোয়েল শ্যামা ময়না টিয়া মধুর মধুর বোলে,
মাঝি মাল্লা গান গেয়ে যায় নৌকোতে পাল তোলে।
বাউলের একতারাটা মনের কথাই বলে সারাক্ষণ
রাখালিয়া বাঁশির উদাস সুরে আকুল করে মন।
চুমতে সবুজ মাঠ-প্রান্তর দূর দিগ্বলয়’
আমার স্বদেশ নীলাম্বর সদা আনত রয়।
ষড়ঋতুর এ বাংলাদেশে স্বপন খেয়া ভাসে
মাঠে-ঘাটে ফুল ফসলে আকাশ বাতাস হাসে।
সোনার দেশের সোনার মাটি মায়ের মতই খাঁটি,
হাত বাড়ালেই মুঠি ভরে সোনার ফসলের আঁটি।
মাটির দেশে ভাটির তান উদাস করে প্রাণ
বন-বাদারে পাখ পাখালি গায় যে মধুর গান।
জনম আমার ধন্য মাগো জন্মেছি তোর বুকে
আমায় ধরে রাখিস মাগো সকল সুখে দুখে।
আমার এক জনমে মিটবেনা মা তোকে দেখার সাধ
তাই ভেঙ্গে আমি নিয়মের বাধ-
বারে বারে আসব ফিরে এই সোনার বাংলাদেশে
এর আকাশ বাতাস প্রকৃতি মানুষ ভালবেসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*