নিজস্ব প্রতিবেদক: ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি চার দিনের সফরে ঢাকায় আসছেন। আগামী ১৪ জানুয়ারি তিনি এসে পৌঁছাবেন। ঢাকা ও চট্টগ্রামে সাহিত্য সম্মেলনে অংশ নিতে দেখা যাবে তাকে।
এছাড়া এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে বক্তৃতাসহ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণের কথা রয়েছে প্রণব মুখার্জির। প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করবেন তিনি। এ প্রসঙ্গে সরকারের একজন কর্মকর্তা জানান, প্রণব মুখার্জির সফরসূচি নিয়ে কাজ চলছে।
ভারতের প্রেসিডেন্ট হিসেবে গত বছরের জুলাইয়ে মেয়াদ পূর্ণ করেন প্রণব মুখার্জি। এরপর এটাই তার প্রথম বিদেশ সফর।

ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি