Saturday , 1 April 2023
আপডেট
Home » গরম খবর » ঢাকায় ফানুস নিষিদ্ধ
ঢাকায় ফানুস নিষিদ্ধ

ঢাকায় ফানুস নিষিদ্ধ

নিজস্ব সংবাদদাতা: ফানুস ওড়ানোর কারণে অগ্নিকাণ্ডসহ নানা ধরনের নিরাপত্তাজনিত হুমকির সৃষ্টি হচ্ছে উল্লেখ করে এখন থেকে রাজধানীতে যেকোনো ধরনের ফানুস ওড়ানো থেকে বিরত থাকতে বলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির এই নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আজ শনিবার বিকেলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গা থেকে আকাশে ফানুস উড়িয়ে দিচ্ছেন। এসব ফানুসে কেরোসিন দ্বারা প্রজ্বলিত বাতি থাকায় এগুলো জ্বলন্ত অবস্থায় জনবহুল মহানগরীর বিভিন্ন জায়গায় পড়ছে। এতে অগ্নিকাণ্ডসহ নানাবিধ নিরাপত্তা জনিত হুমকির সৃষ্টি হচ্ছে। মহানগরীতে ফানুস উড়ানো অব্যাহত রাখলে যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। এ অবস্থায়, ঢাকা মেট্রোপলিটন এলাকায় যে কোনো ধরনের ফানুস উড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। এর ব্যত্যয় হলে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকল্পে ফৌজদারি কার্যবিধি অনুসারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*