আজকের প্রভাত ডেস্ক : বাজারে নতুন ফোর-জি ট্যাব উন্মোচন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট স্যামাসং। যার মডেল গ্যালাক্সি ট্যাব এ ৭.০। বাজারে স্মার্টফোন এবং বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্যের সফলভাবে ব্যবসা করার পর এবার এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। কারণ ট্যাবে তাঁরা তেমন সফলতা পায়নি। নতুন এই ফোর-জি ট্যাব পুরানো ব্যর্থতা ভুলিয়ে দেবে বলে আশা স্যামসাং-এর।
নতুন এই ফোরজি ট্যাব ভারতে পাওয়া যাবে।
নতুন ডিজাইন, অসাধারণ ডিসপ্লে, ব্যাটারি এবং কম দামে ভালো জিনিস দেওয়ার প্রত্যয় নিয়ে হাজির হচ্ছে স্যামসাং এমনটাই আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন ভারতীয় শাখার স্যামসাং পরিচালক বিশাল কল।
তিনি বলেন, ৪০০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপের এই ফোনে প্রায় ন’ঘন্টা ধরে ভিডিও দেখা যাবে। যা আর কোনো ট্যাবে ব্যবহার করা হয়নি। আমাদের লক্ষ্য নতুন টেকনোলজির সাহায্যে ব্যবহারকারীদের আরও সুবিধা দেওয়া।
ভারতের বাজারে গ্যালাক্সি ট্যাব এ ৭.০টির মূল্য ধরা হয়েছে ১০,০০০ রুপি।
