Saturday , 25 March 2023
আপডেট
Home » অন্যান্য » রাস্পবেরি রোজ নতুন এডিশনে এলো এলজি ভি ৩০
রাস্পবেরি রোজ নতুন এডিশনে এলো এলজি ভি ৩০

রাস্পবেরি রোজ নতুন এডিশনে এলো এলজি ভি ৩০

আজকের প্রভাত ডেস্ক : নতুন এডিশনের এলো এলজির ভি ৩০। এটি রাস্পবেরি রোজ এডিশন। এলজি দাবি করছে এমন রঙের স্মার্টফোন অন্য কোন কোম্পানি এখনো বাজারে আনেনি।
এলজি জানিয়েছে, তাদের নতুন এই ফোন ফ্যাশন সচেতন গ্রাহকদের মন জয় করবে। এছাড়াও ভ্যালেনটাইন ডে -এর জন্য এটি হবে পারে একটি আদর্শ উপহার।
নিজেদের পোর্টালে কোম্পানি জানিয়েছে নতুন এই রঙ গ্রাহকদের মন জয় করবে। নতুন পালক যুক্ত হল এলজি ভি ৩০ সিরিজের মুকুটে। যদিও রঙ ছাড়া ফোনের ফিচারে কোন পরিবর্তন করেনি কোম্পানি।
রাস্পবেরি রোজ এডিশন ছাড়াও এলজির ভি ৩০ মিলছে ভি ৩০ প্লাস। এতে আছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। যা এলজি ভি ৩০ চেয়ে দ্বিগুণ ইন্টারনাল স্টোরেজ। অন্য কোম্পানিগুলির সাথে প্রতিযোগিতায় টিকে থাকতেই এই পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।
একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাথে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। একটি অডিও অ্যামপ্লিফায়ার, মজবুত ও স্টাইলিশ ডিজাইন এবং এইচডিআর ডিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*