Saturday , 1 April 2023
আপডেট
Home » বিনোদন » জঙ্গিবাদের বিরুদ্ধে সিনেমা ‘মিস্টার বাংলাদেশ’
জঙ্গিবাদের বিরুদ্ধে সিনেমা ‘মিস্টার বাংলাদেশ’

জঙ্গিবাদের বিরুদ্ধে সিনেমা ‘মিস্টার বাংলাদেশ’

জহিরুল ইসলাম: বছর দুয়েক আগে নির্মাণ শুরু হওয়া সিনেমা ‘প্রতিরুদ্ধ’ নিয়ে শেষবার আলোচনায় ছিলেন খিজির হায়াত খান। তারপর থেকে অনেকদিন খবরের আড়ালে এ নির্মাতা-অভিনেতা। এবার আলোচনায় এলেন ‘মিস্টার বাংলাদেশ’ নিয়ে। এর আগে বরাবরই পরিচালকের আসনে ছিলেন খিজির। নতুন এ ছবিতে তাকে দেখা যাবে শুধু নায়ক রূপে। ‘মিস্টার বাংলাদেশ’ পরিচালনা করছেন আবু আকতারুল ইমান। সিনেমাটি গল্প আবর্তিত হয়েছে জঙ্গিবাদ নিয়ে। এতে সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন খিজির হায়াত খান। একজন সাংবাদিক হয়ে কীভাবে জঙ্গি হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং কীভাবে তা প্রতিরোধ করেন তা এই চলচ্চিত্রে ফুটে উঠবে জানালেন এ অভিনেতা। গোপনীয়তার মাঝে ডিসেম্বরে শুরু হয় ‘মিস্টার বাংলাদেশ’-এর শুটিং। ইতোমধ্যে ৬০ ভাগ দৃশ্যায়ন সমাপ্ত হয়েছে। চলতি মাসেই শুরু হবে শেষ লটের শুটিং। ‘মিস্টার বাংলাদেশ’-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে লাক্স-চ্যানেল আই সুপারস্টার শানারেই দেবী শানুর। এতে তাকে একজন সাধারণ গৃহবধূর চরিত্রে দেখা যাবে। কে এইচ কে প্রোডাকশনের ব্যানারে ছবিটিতে ভিলেন চরিত্রে অভিনয় করছেন টাইগার রবি। সাথে আছেন ইউটিউব সেলিব্রিটি শামীম হাসান সরকার। সবকিছু পরিকল্পনা মতো এগুলে চলতি বছরের মাঝামাঝিতে মুক্তি পাবে ‘মিস্টার বাংলাদেশ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*