Saturday , 10 June 2023
আপডেট
Home » খেলাধুলা » ঢাকা বিভাগীয় ফুটবলের ফাইনালে টাঙ্গাইল ও ঢাকা জেলা দল
ঢাকা বিভাগীয় ফুটবলের ফাইনালে টাঙ্গাইল ও ঢাকা জেলা দল

ঢাকা বিভাগীয় ফুটবলের ফাইনালে টাঙ্গাইল ও ঢাকা জেলা দল

ক্রীড়া প্রতিবেদক : ঢাকা বিভাগীয় ফুটবল ইভেন্টে চূড়ান্ত পর্বের ফাইনালে উঠেছে টাঙ্গাইল জেলা ও স্বাগতিক ঢাকা জেলা দল।
(১০জানুয়ারি) বুধবার বিকেএসপির ১নং মাঠে বিকেল ৩টায় ফাইনালে মুখোমুখি হবে টাঙ্গাইল ও স্বাগতিক ঢাকা জেলা দল।
মঙ্গলবার বিকেএসপির ১নং মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে স্বাগতিক ঢাকা জেলা দল মুখোমুখি হয় মানিকগঞ্জ জেলার বিপক্ষে। খেলার ৮মিনিটে রাজু হোসেন গোল করলে ১-০তে এগিয়ে যায় ঢাকা।
মধ্যবিরতীর পর ম্যাচের ৪৫মিনিটে মানিকগঞ্জের শামীম রেজা গোল করে খেলায় সমতা আনেন। আর গোল না হলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে ৪-৩ গোলে মানিকগঞ্জ জেলাকে পরাজিত করে ফাইনালে খেলা নিশ্চিত করে ঢাকা জেলা দল।
ঢাকা জেলার পক্ষে টাইব্রেকারে গোল করেন ইমন হাসান, সৌরভ, রাজু ও আশিক। আর মানিকগঞ্জের পক্ষে গোল করেন সাগর, মামুন ও শামীম।
এদিকে, বিকেএসপির ২নং মাঠে টাঙ্গাইল জেলা দল ২-০ গোলে কিশোরগঞ্জ জেলাকে হারিয়ে ফাইনালে উঠে। ম্যাচের ৩৫মিনিটে রাশেদের গোলে এগিয়ে যায় টাঙ্গাইল।
এরপর খেলায় ফেরার চেষ্টা চালায় কিশোরগঞ্জ এর ছেলেরা। কিন্তু ৫৮মিনিটে গোলাম নবী গোল করলে ২-০তে লিড পায় টাঙ্গাইল জেলা। শেষ পর্যন্ত আর খেলায় ফিরতে পারেনি কিশোরগঞ্জ। এরফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টাঙ্গাইল জেলা দল।
এর আগে ১নং মাঠে অনুষ্ঠিত খেলায় ঢাকা জেলা ২-০ গোলে নারায়নগঞ্জ জেলাকে ২নং মাঠে অনুষ্ঠিত ম্যাচে টাঙ্গাইল জেলা টাইব্রেকারে ৪-২ গোলে ফরিদপুরকে হারিয়ে সেমিতে উঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*