জহিরুল ইসলাম: সনি রহমান ও মৌমিতা মৌকে জুটি করে জানুয়ারির শুরুর দিন থেকে মিজানুর রহমান মিজানের পরিচালনায় শুরু হয়েছে ‘তোলপাড়’ সিনেমার শুটিং। ১২ জানুয়ারি শেষ হবে এর প্রথম লটের শুটিং। সনি রহমান ও মৌমিতা মৌ ছাড়াও ‘তোলপাড়’ সিনেমায় অভিনয় করবেন আরো একজন নায়িকা। কে সেই নায়িকা তার নাম জানতে হলে অপেক্ষা করতে হবে আরো কিছু দিন, এমনটাই জানালেন সিনেমাটির নায়ক সনি রহমান। সনি রহমান বলেন, ‘ছবিটিতে মৌকে দেখা যাকে একজন স্কুল শিক্ষিকার চরিত্রে। এছাড়া আরও একজন নায়িকা থাকবেন তিনি অভিনয় করবেন ডাক্তর চরিত্রে। কিছুদিন পরে আমরা সেই নায়িকার নাম ঘোষণা করবো।’ ‘তোলপাড়’ ছবির আরও দুই চমক হচ্ছে এখানে খল নায়িকার চরিত্রে অভিনয় করবেন চিত্র নায়িকা মুনমুন ও শিশু শিল্পীর চরিত্রে অভিনয় করছে অরিত্রা। ছবিটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সুরচিরতা, শতাব্দী ওয়াদুদ, বড়দা মিঠু, মাহমুদুল ইসলাম, মারুফ আকিব, চিকন আলী প্রমুখ। সনি রহমান বলেন, ‘অরিত্র অনেক ভালো অভিনয় করছে। শিশুশিল্পী হিসেবে দীঘি যেমন সবাইকে মুগ্ধ করেছিল অরিত্রাও তেমন মুগ্ধ করবে বলে আমাদের বিশ্বাস। গ্রাম ও শহর দুই মিলে মিশে একাকার হয়েছে এই ছবির কাহিনীতে।’ ছবিটি নিয়ে উচ্ছাস প্রকাশ করে সনি বলেন, ‘ এবছর আমরা তোলপাড় করবো।’ চলতি বছরেই এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন ছবি সংশ্লিষ্টরা।

সনি রহমান, অরিত্র ও মৌমিতা মৌ