ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ওয়ালটন বিজয় দিবস তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০১৭। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতার পুরুষ সিনিয়র বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহিলা সিনিয়র বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন ও বিজেএমসি রানার্স-আপ হয়েছে। পুরুষ জুনিয়র বিভাগে গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্স আপ হয়েছে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা। মহিলা জুনিয়র বিভাগে আকিজ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আর রানার্স-আপ হয়েছে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা । বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও বিশিষ্ট্য ক্রীড়াবিদ ও সংগঠক আলহাজ্ব ফরিদা আক্তার বেগম। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।
