ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ যুব গেমস্-২০১৮ এর বরিশাল বিভাগীয় পর্যায়ের ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বরগুনা জেলা দল।
শনিবার বিকেলে বরগুনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে ৪-৩ গোলে বরিশাল জেলা দলকে পরাজিত করে এ গৌরব অর্জন করেছে।
নির্ধারিত সময়ে খেলা গোল শূন্য থাকলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে বরগুনার পক্ষে সজিব, সরোয়ার, রফিক ও আল-আমিন গোল করেন এবং বরিশালে ইমন, গোলাম রাব্বি ও মেহেদী হাসান গোল করেন।
খেলা শেষে জেলা প্রশাসক মোঃ মোখলেছুর রহমান প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আসাদুজ্জামান খসরু, যতিন দাস, মজিবর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
