Wednesday , 22 March 2023
আপডেট
Home » তথ্য ও প্রযুক্তি » মেলায় টেকনোর নতুন স্মার্টফোন ক্যামন আই উদ্বোধন
মেলায় টেকনোর নতুন স্মার্টফোন ক্যামন আই উদ্বোধন

মেলায় টেকনোর নতুন স্মার্টফোন ক্যামন আই উদ্বোধন

আজকের প্রভাত প্রতিবেদক : ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো মোবাইল নিয়ে এলো ইনফিনিটি ডিসপ্লে এবং লো লাইট সেলফি ক্যামেরার নতুন স্মার্টফোন ক্যামন আই। এটি এবারের মেলায় উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) স্মার্টফোন ও ট্যাব এক্সপো প্যাভিলিয়ন নং -০১ এ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বার এই ফোনের কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ট্রানশান বাংলাদেশ লিমিটেডের সিইও জনাব রেজওয়ানুল হক, সিওও শ্যামল সাহাসহ আরো অনেকে।
রেজওয়ানুল হক বলেন, বর্তমান সময়ে বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীদের সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে বাড়ছে সম্ভাবনা। স্মার্টফোন থেকে ভোক্তারা কী চান তা নিয়ে বিস্তর গবেষণার উপর ভিত্তি করে ক্যামন আই ডিজাইন করা হয়েছে। তরুন প্রজন্মের কাছে স্মার্টফোনের ক্যামেরা ফিচারের প্রতি গুরুত্বের বিষয়টি লক্ষ্য রেখে, ক্যামন আই এ থাকছে ৫পি লেন্স যুক্ত ১৩ মেগাপিক্সেল লো লাইট সেলফি ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল লো লাইট ব্যাক ক্যামেরা, যা গ্রাহকের ব্যবহার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে । আগামীতে উদ্ভাবনী প্রযুক্তির সাথে সাথে প্রতিটি ব্যবহারকারীর সন্তুষ্টির বিষয়ে গুরুত্ব দিয়ে, আমাদের স্মার্টফোনের ফিচারে আরো বৈচিত্র্য নিয়ে আসব। ইনফিনিটি ডিসপ্লের টেকনো ক্যামন আই এর, সেলফি ক্যামেরায় বুস্টেড ডুয়েল সেলফি ফ্ল্যাশ (সেলফি ফ্ল্যাশ উইথ স্ক্রীন ফ্ল্যাশ) এবং ব্যাক ক্যামেরা ফিচারে ফোর এলইডি ফ্ল্যাশ যেকোন আলোতে ব্যবহারকারীকে দিবে উজ্জ্বল এবং স্পষ্ট ছবি। ২.০ ফোকাস অ্যাপারচার দ্রুততম সময়ে ক্যাপচার নিশ্চিত করবে, হারিয়ে যাবে না কোন মুহূর্তই।
এন্ড্রয়েড ৭.০ (ন্যূগাট) ভার্সনে চালিত, স্লিম (৭.৭৫ মিমি.) এবং স্টাইলিশ ক্যামন আই এর, ৫.৬৫ ইঞ্চি এইচডি আইপিএস ইনফিনিটি ডিসপ্লে (ফুল ভিউ), ভিডিও, গেমিং এবং মাল্টি টাস্কিং এ ব্যবহারকারী পাবে ভিন্নধর্মী অভিজ্ঞতা । ইন-সেল ডিসপ্লে প্রযুক্তিটি আরও নির্ভরযোগ্য এবং প্রতিক্রিয়াশীল, সবচেয়ে কম সময়ে টাচ স্ক্রীন অভিজ্ঞতা প্রদান করে, একই সময়ে তুলনামূলক কম ব্যাটারী ব্যবহার নিশ্চিত করে।
০৩ গিগাবাইট র‌্যাম এবং ৩২ গিগাবাইট রম এর সাথে, ক্যামন আই এর ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর এ, পারফরমেন্স হবে আরো দুর্দান্ত। স্পর্শকাতর এবং সংবেদনশীল সিকিউরিটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ০.১৫ সেকেন্ড এ ডিভাইস কে আনলক করতে সক্ষম। ৩,০৫০ এমএএইচ ব্যাটারী দীর্ঘ সময় পর্যন্ত ক্যামন আই কে রাখবে সচল। ক্যামন আই তিনটি ভিন্ন রঙ এ – শ্যাম্পেন গোল্ড, মিডনাইট ব্ল্যাক এবং সিটি ব্লু পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ রিটেইল আউটলেটে। টেকনো ক্যামন আই স্মার্টফোনটি সারাদেশ জুড়ে রিটেইল আউটলেটে পাওয়া যাচ্ছে, মূল্যঃ ১৪ হাজার ৬৯০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*