বিনোদন ডেস্ক: তরুণ নির্মাতা রাজাবাবু শুটিং শেষ করলেন ১ ঘন্টার হাসির নাটক ‘বলি হচ্ছেটা কি?’ নাটকটিতে অভিনয় করেছেন ডা: এজাজ, শবনম পারভিন, মনির হোসেন, রাজাবাবু, পিংকী, সেলিম রেজা, সুমন, দিল সামাদ, আঁচলসহ অনেকে। জীবন চলচ্চিত্রের প্রযোজনায় নাটকটি শিগগিরই এটিএন বাংলায় স¤প্রচার করা হবে।
