আজকের প্রভাত প্রতিবেদক : তরুণদের ব্র্যান্ড হিসেবে দেশব্যাপী এয়ারটেল’র অবস্থানকে আরো দৃঢ় করতে বন্ধুদের এক নম্বর নেটওয়ার্ক এয়ারটেল এখন সারাদেশে নামে নতুন একটি ক্যাম্পেইন চালু করেছে অপারেটরটি।
রবি’র সাথে একীভূত হওয়ার পর থেকে এয়ারটেল’র নেটওয়ার্ক এখন দেশব্যাপী বিস্তৃত। এর মানে সারা দেশের বন্ধুরা এখন বন্ধুদের এক নম্বর নেটওয়ার্কের সাথে যুক্ত।
তরুণদের সাথে নিয়ে সব পদক্ষেপেই সফল হওয়ার মাধ্যমে তরুণদের এক নম্বর ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এয়ারটেল। একজন প্রিয় বন্ধু যেমন প্রয়োজনে সব সময় আপনার পাশে থাকে, তেমনি এয়ারটেল এই ক্যাম্পেইনের মাধ্যমে বন্ধুদের পাশে থাকার প্রতিশ্রæতি দিচ্ছে।
সব বন্ধুদের ফান, উৎসব ও বিনোদন প্রদানে এয়ারটেল প্রতিজ্ঞাবদ্ধ। তারুণ্যের আবেশ এবং আকর্ষণীয় ইন্টারনেট অফারের মাধ্যমে বাংলাদেশের তরুণদের সবচেয়ে পছন্দের ব্র্যান্ডে পরিণত হয়েছে এয়ারটেল।
