জাহিদুল ইসলাম, জবি প্রতিনিধি : “লোকে যদি কষ্ট পায় মাঘের শীতে , আমার উষ্ণতায় তৃপ্তি পাবো কিসে?”-
এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ প্রতিবারের ন্যায় এবারো বার্ষিক শীত বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। আজ ১৮ জানুয়ারি, ২০১৮ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান উক্ত কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, বিভিন্ন ইউনিটের আর. এস. এল. বৃন্দ ও অন্যান্য রোভাররা উপস্থিত ছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মো. আরিফুল ইসলাম বলেন, “জবি রোভার স্কাউট গ্রুপের সদস্যদের সহায়তা এবং উত্তোলিত অর্থের মাধ্যমে আমরা প্রায় ৫০০ জন শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করবো”।
