মো. আসাদুজ্জামান শামিম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীদের সংগঠন ‘ওয়ান ফর এনাদার’ এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
শুক্রবার বিকেলে বিদ্যালয়ের মাল্টিপারপাজ হলে সংগঠনের পক্ষ থেকে অসহায় ও শীতার্তদের কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা রানী সাহা ও আর,কে ষ্টেট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্বপন। সভাপতিত্ব করেন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাবু।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী ২০১৭ সালে বিভিন্ন সেবা ও সমাজসেবামুলক কাজের প্রত্যয়ে প্রতিষ্ঠিত করে ‘ওয়ান ফর এনাদার’ নামে ওই সংগঠনটি। জেলার বিভিন্ন বয়সী অসহায় ও দরিদ্র এবং শীতার্তদের কম্বল বিতরনের মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু হলো। তাদের এ পদক্ষেপ নিয়ে প্রশংসা করেন অতিথিরা। ভবিষ্যতে সংগঠনটির কাছে আরও ভাল কাজের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
