মো. আসাদুজ্জামান শামিম, ঠাকুরগাঁও : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে জেলা বিএনপি কার্যালয়ে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক খন্দকার রাসেদুল আলম, দপ্তর সম্পাদক মির্জা শাহীন, সদর উপজেলা বিএনপি সভাপতি মুক্তিযোদ্ধা আ. হামিদ বিএনপি নেতা মুক্তিযোদ্ধা শাহজাহান, শহিদুর রহমান আরিফ, সিরাজুল হক, মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিনসহ বিএনপির সহযোগি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তার জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
