Saturday , 10 June 2023
আপডেট
Home » গ্রাম-বাংলার খবর » ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ : আহত ১
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ : আহত ১

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ : আহত ১

মো. আসাদুজ্জামান শামিম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউপির চুচুলি পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বিকাশ চন্দ্র (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে সতিশ (৩৮) নামের আরেক মটরসাইকেল আরোহী।
শুক্রবার রাতে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের বড়গাঁও চুচুলি নামক স্থানে পঞ্চগড়-ঢাকাগামী নৈশ কোচ মটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিকাশ চন্দ্র সদর উপজেলার ৪নং বড়গাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ও পেশায় একজন শিক্ষক। আহত সতিশ একই গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে বড়গাঁও ইউপি চেয়ারম্যান জানান, পঞ্চগড়-ঢাকাগামী একটি নৈশ কোচ তাদেরকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় এ হতাহতের ঘটনা ঘটে। কোচটি নাবিল পরিবহনের ছিল বলে তিনি শুনেছেন।
সদর থানার এএসআই রশমতি রানী রায় নিহত ও আহতের খবরটি নিশ্চিত করে জানান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*