Saturday , 10 June 2023
আপডেট
Home » খেলাধুলা » ডিপিএলের ১২টি ক্লাব
ডিপিএলের ১২টি ক্লাব

ডিপিএলের ১২টি ক্লাব

ক্রীড়া প্রতিবেদক : প্লেয়ারস ড্রাফট থেকে খেলোয়াড় বেছে নিয়ে দল গুছিয়ে নিয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট (ডিপিএল) লিগের ক্লাবগুলো। ধরে রাখা খেলোয়াড়ের সঙ্গে শনিবার আইকনসহ অন্য খেলোয়াড়দের দলে ভিড়িয়ে ডিপিএলের এবারের আসরে নামতে যাচ্ছে তারা।
ডিপিএলে লড়বে ১২ দল। তাদের জন্য প্লেয়ারস ড্রাফটে রাখা হয়েছিল ১২ ক্রিকেটারকে। অগ্রণী ব্যাংক ও ব্রাদার্স ইউনিয়ন আইকন ক্যাটাগরি থেকে কোনও খেলোয়াড় নেয়নি। এ কারণে দুজন করে আইকন খেলোয়াড় পেয়ে গেছে আবাহনী ও প্রাইম দোলেশ্বর। প্লেয়ার্স ড্রাফটের পর দলগুলোর হলো –
গাজী গ্রুপ ক্রিকেটার্স: মুমিনুল হক, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, মেহেদী হাসান, আবু হায়দার, ইমরুল কায়েস, আসিফ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, জাকের আলী, নাঈম হাসান, টিপু সুলতান, শহীদুল ইসলাম, নুরুজ্জামান, শফিউল হক, রাসেল আল মামুন।
প্রাইম দোলেশ্বর: ফরহাদ রেজা, ইমতিয়াজ হোসেন, মার্শাল আইয়ুব, আরাফাত সানি, মোহাম্মদ শরীফউল্লাহ, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, ফজলে রাব্বি, ইমরান আলী, ফরহাদ হোসেন, মাসুম আহমেদ, আরাফাত সানি জুনিয়র, দেওয়ান সাব্বির, জাকারিয়া মাসুদ।
আবাহনী: মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, সানজামুল ইসলাম, সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, তাসকিন আহমেদ, সাকলাইন সজীব, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, হোসেন আলী, মোহাম্মদ রাকিব।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: মেহেদী মারুফ, জাকির হাসান, আরিফুল হক, আল-আমিন জুনিয়র, নাহিদুল ইসলাম, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, মনির হোসেন, দেলোয়ার হোসেন, সাজ্জাদুল হক, এনামুল হক জুনিয়র, মেহরাব হোসেন জুনিয়র, শানাজ আহমেদ।
মোহামেডান: তাইজুল ইসলাম, রকিবুল হাসান, শামসুর রহমান, রনি তালুকদার, শুভাশীষ রায়, সাকিব আল হাসান, ইরফান শুক্কুর, কাজী অনিক ইসলাম, এনামুল হক, মোহাম্মদ আজিম, এবাদত হোসেন, বিশ্বনাথ হালদার, জনি তালুকদার, আমিনুল ইসলাম, সাঈদ সরকার।
শেখ জামাল: জিয়াউর রহমান, সোহাগ গাজী, নুরুল হাসান, তানবীর হায়দার, ইলিয়াস সানি, আবু জায়েদ চৌধুরী, নাজমুল ইসলাম অপু, সৈকত আলী, সাজেদুল ইসলাম, পিনাক ঘোষ, মোহাম্মদ হাসানুজ্জামান, রবিউল হক, নাজমুল হোসেন, মাহমুদুল হক।
লিজেন্ডস অব রূপগঞ্জ: মোশাররফ হোসেন, নাঈম ইসলাম, মোহাম্মদ শরীফ, আসিফ হাসান, হামিদুল ইসলাম, মুশফিকুর রহিম, আব্দুল মজিদ, তুষার ইমরান, অভিষেক মিত্র, মোহাম্মদ শহীদ, নাঈম শেখ, নাজমুল হোসেন মিলন, মেহেদী হাসান, সালাউদ্দিন পাপ্পু, রুবেল মিয়া।
ব্রাদার্স ইউনিয়ন: অলক কাপালি, জুনায়েদ সিদ্দিকী, মিজানুর রহমান, মাইশুকুর রহমান, নিহাদ-উজ-জামান, ইয়াসির আলী, খালেদ আহমেদ, সোহরাওয়ার্দী শুভ, ইফতেখার সাজ্জাদ, মেহেদী হাসান রানা, শাকিল হোসেন, মেহরাব হোসেন জোশি, রনি হোসেন, নাজমুস সাদাত।
কলাবাগান ক্রীড়া চক্র: মোহাম্মদ আশরাফুল, তাসামুল হক, মুক্তার আলী, নাবিল সামাদ, আবুল হাসান, তামিম ইকবাল, তাইবুর রহমান, রাহাতুল ফেরদৌস, জসিম উদ্দিন, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান, ফারুক হোসেন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, মাহবুবুল আলম।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: নাফিস ইকবাল, রবিউল ইসলাম রবি, অমিত মজুমদার, তানভীর ইসলাম, রাফসান আল মাহমুদ, এনামুল হক বিজয়, নূর আলম সাদ্দাম, মইনুল ইসলাম, মাহিদুল ইসলাম, হাবিবুর রহমান জনি, মোহাম্মদ নাজিমউদ্দিন, নির্জন ভদ্র, মাসুম খান।
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: আফিফ হোসেন, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, শুভাগত হোম, তৌহিদ হৃদয়, মাশরাফি বিন মুর্তজা, রায়হান উদ্দিন, তারেক খান, নাঈম ইসলাম জুনিয়র, ফারদিন হাসান অনি, আলী আহমেদ মানিক, সুজন হাওলাদার।
অগ্রণী ব্যাংক: সৌম্য সরকার, শাহরিয়ার নাফীস, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, আজমীর আহমেদ, আল আমিন হেসেন, ধীমান ঘোষ, সালমান হোসেন, শাহবাজ চৌহান, সাইমন আহমেদ, ইসলামুল আহসান, গোলাম কবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*