মো. আসাদুজ্জামান শামিম, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে রুরাল ডেভেলপমেন্ট সার্ভিস (আরডিএস)’র উদ্যোগে ‘আত্মহত্যা ও মাদক প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলার ভুল্লী বাজারে আরডিএস’র নির্বাহী পরিচালক আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ, বিশেষ অতিথি জেলা পরিষদ সদস্য রওশনুল হক তুষার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শুখানপুকুরী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির এরিয়া পরিচালক আব্দুর রশিদ প্রমুখ।
এ সময় জনসাধারনের মাঝে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক বিরোধী ও আত্মহত্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অতিথিরা। শেষে গরীব, অসহায় ও শীতার্তদের মাঝে ২৫০ টি শীতবস্ত্র বিতরন করা হয়।
