Saturday , 10 June 2023
আপডেট
Home » গ্রাম-বাংলার খবর » ঠাকুরগাঁওয়ে সিএইচসিপিদের চাকরি রাজস্বকরণের দাবিতে সভা
ঠাকুরগাঁওয়ে সিএইচসিপিদের চাকরি রাজস্বকরণের দাবিতে সভা

ঠাকুরগাঁওয়ে সিএইচসিপিদের চাকরি রাজস্বকরণের দাবিতে সভা

মো. আসাদুজ্জামান শামিম, ঠাকুরগাঁও : বাংলাদেশ কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার উদ্যোগে চাকুরী রাজস্ব করনের দাবিতে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
সোমবার সকাল ৯ টা থেকে ৩টা পর্যন্ত স্ব-স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূচী পালন করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সদর উপজেলার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দবিরুল ইসলাম, জেলা কমিটির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাবুদ সাচ্চু, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা নাজরিন বেগম, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র বর্মন প্রমুখ। বক্তারা সিএইচসিপিদের চাকুরী রাজস্ব করনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও দৃষ্টি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*