Friday , 9 June 2023
আপডেট
Home » গরম খবর » ভিসিকে উদ্ধার না করলে জীবনহানির আশঙ্কা ছিল: কাদের
ভিসিকে উদ্ধার না করলে জীবনহানির আশঙ্কা ছিল: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ভিসিকে উদ্ধার না করলে জীবনহানির আশঙ্কা ছিল: কাদের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ছাত্রলীগ উদ্ধার না করলে তার জীবনহানির আশঙ্কা ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।
কাদের বলেন, গতকাল মঙ্গলবার আন্দোলনকারীরা জোর করে ভিসির অফিসে প্রবেশ করে। এসময় ছাত্রলীগ তাকে উদ্ধার না করলে তার জীবনহানির আশঙ্কা ছিল।
তিনি বলেন, তবে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার বিষয়টি খতিয়ে দেখা হবে। জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে, কোনো ছাড় নয়।
পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন- এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিই আগামীতে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। অ্যাপস নির্ভর রাইড শেয়ারিং নীতিমালা প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রিপরিষদে এটি পাস হয়েছে। এক মাসের মধ্য বাস্তবায়ন করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*