আজকের প্রভাত প্রতিবেদক : রাষ্ট্রীয় মোবাইল ফোন কোম্পানি টেলিটক ফোরজি সেবা শুরুর ঘোষণা দিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মে মাস থেকে বাংলাদেশের টেলিটক সিম ব্যবহারকারীরা ফোরজি ইন্টারনেট সুবিধা পাবেন।
বুধবার জাতীয় সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার একথা বলেন।
মন্ত্রীকে সংসদে এ নিয়ে প্রশ্ন করেছিলেন সরকারি দলের সংসদ সদস্য দিদারুল আলম। তার লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী ফোরজি প্রাপ্তির সময় উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, টেলিটকের গ্রাহক সেবা বাড়ানো হবে। এ লক্ষ্যে ২০০ কোটি টাকা ব্যয়ে বিভাগীয় শহরে ফোরজি সেবা চালু করা হবে। থ্রিজি সেবা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে দুটো নতুন প্রকল্প হাতে নেয়া হয়েছে। এসবের কাজ চলছে। কাজ শেষ হলে টেলিটকের থ্রিজি সেবা সবাই পাবেন।
বর্তমানে থ্রিজি গ্রাহক সংখ্যা ৬ কোটি ৪ লাখ ১৯ বলে জানান মন্ত্রী।
