Saturday , 10 June 2023
আপডেট
Home » গ্রাম-বাংলার খবর » ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

মো. আসাদুজ্জামান শামিম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নে সেই সাথে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুড়ের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার দুপুরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয় ও পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
জাতীয় হিন্দু মহাজোটের সদর উপজেলা সভাপতি অরুন রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি গৌরহরি বর্মন, সাধারন সম্পাদক অশ্বিনী কুমার বর্মন, যুব মহাজোট সভাপতি জয় মহন্ত অলক, সাধারন সম্পাদক অনির্বান চৌধুরী, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়াল, জেলা জাতীয় পাটির্র যুগ্ম আহবাহক শ্যামল কুমার ঘোষ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ একটি অসা¤প্রদায়িক ও শান্তিপ্রিয় রাষ্ট্র। এ রাষ্ট্রে কিছু ব্যাক্তি সা¤প্রদায়িক উসকানি দিয়ে দেশের সুনাম ক্ষুন্নের পাশাপাশি সা¤প্রদায়িক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই সকল ব্যাক্তিদের প্রতিহত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*