Saturday , 1 April 2023
আপডেট
Home » তথ্য ও প্রযুক্তি » বাজারে আসছে ৫১২ জিবির মাইক্রোএসডি কার্ড
বাজারে আসছে ৫১২ জিবির মাইক্রোএসডি কার্ড

বাজারে আসছে ৫১২ জিবির মাইক্রোএসডি কার্ড

আজকের প্রভাত ডেস্ক : এই প্রথম বাজারে আসছে ৫১২ গিগাবাইটের(জিবি) মাইক্রোএসডি কার্ড। এতদিন ২৫৬ ও ৪০০ জিবির মাইক্রোএসডি কার্ড বাজারে পাওয়া যেত। অধিক পরিমান স্টোরেজের এই কার্ড বাজারে আনছে যুক্তরাজ্যের ইন্টেগ্রাল মেমোরি নামের একটি প্রতিষ্ঠান। ফেব্রুয়ারি মাস থেকেই ৫১২ জিবির কার্ডটি বাজারে পাওয়া যাবে।
ইন্টেগ্রাল মেমোরির তৈরি ৫১২ জিবির মাইক্রোএসডি কার্ডের ফাইল ট্রান্সফার স্পিড ৮০ মেগাবাইট/সেকেন্ড। যদিও স্যানডিস্কের ৪০০ জিবির মাইক্রোএসডি কার্ডের ফাইল ট্রান্সফার স্পিড ছিল ১০০মেগাবাইট/সেকেন্ড। সে তুলনায় ২০মেগাবাইট/সেকেন্ড গত গতি পাওয়া যাবে ইন্টেগ্রাল মেমোরির নতুন কার্ড।
এই কার্ড ইউএইচএস-১ ক্লাস ১ রেটেড। অথার্ৎ ৫১২ জিবির এই মাইক্রোএসডি কার্ড ‘ভিডিও স্পিড ক্লাশ’ ভি১০ স্পেশিফিকেশন পূরণ করতে সক্ষম। এছাড়াও কার্ডটিতে অতিরিক্ত ১০ মেগাবাইট/সেকেন্ড রাইট স্পিড পাওয়া যাবে। যাতে করে কার্ড থেকে অনায়াসে স্মার্টফোনে ফুল এইচডি ভিডিও চালানো যায়।
ইন্টিগ্রাল মেমোরির বিপণন ব্যবস্থাপক জেমস ডানটন বলেন, ক্রেতারা তাদের ফোনের জন্য বেশি পরিমান স্টোরেজ চান। তাদের স্টোরেজের চাহিদা পূরণ করতে আমরা ৫১২ জিবির মাইক্রোএসডি কার্ড এনেছি। যা ফোনের পাশাপাশি, ট্যাব ও অন্যান্য স্মার্ট ডিভাইসে ব্যবহার করে স্টোরেজ বাড়িয়ে নেয়া যাবে।
কার্ডটির মূল্য ধরা হয়েছে ২৫০ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ২০ হাজার ৭২৩ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*