মো. আসাদুজ্জামান শামিম, ঠাকরগাঁও : ঠাকুরগাঁও বালিয়া শামসুল উলুম হেফজুল কোরআন মাদ্রাসার এতিম শিশুদের মাঝে ৩শ শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক সাহারিয়া মাহবুব শাওন চৌধুরী’র সহযোগিতায় মাদ্রাসার বিতরণ করা হয়।
এসময় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আলিমউদ্দীন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য মারুফ হোসেন, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফাজউদ্দীন আহম্মেদ, বাংলাদেশ ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি আলহাজ্ব হোসেন আলী প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুক ও ক্রীড়া সম্পাদক সারোয়ার কাওসার মানিক।
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক সাহারিয়া মাহবুব শাওন চৌধুরী বলেন, শৈতপ্রবাহ আর ঘনকুয়াশায় ঠাকুরগাঁওয়ের জনজীবন স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে কষ্টে আছে এ জেলার দরিদ্র মানুষরা। অসহায় শীতার্তদের একটু উষ্ণতা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আর্ত মানবতার সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখবো। অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহŸান জানান তিনি।
