Friday , 9 June 2023
আপডেট
Home » তথ্য ও প্রযুক্তি » ২৫ ফেব্রুয়ারি থেকে নতুন স্মার্টফোন বাজারে ছাড়ার তারিখ জানালো স্যামসাং
২৫ ফেব্রুয়ারি থেকে নতুন স্মার্টফোন বাজারে ছাড়ার তারিখ জানালো স্যামসাং

২৫ ফেব্রুয়ারি থেকে নতুন স্মার্টফোন বাজারে ছাড়ার তারিখ জানালো স্যামসাং

আজকের প্রভাত প্রতিবেদক : অবশেষে স্যামসাং-এর নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস৯ বাজারে ছাড়ার তারিখ নিশ্চিত করল ফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। স্যামসাং ফেব্রুয়ারির ২৫ তারিখে একটি প্রেস ইভেন্টের মাধ্যমে গ্যালাক্সি এস৯ সর্বসমক্ষে নিয়ে আসবে। বাজারে ছাড়ার তারিখ ঘোষণার সাথে সাথে গ্যালাক্সি এস৯ সম্পর্কে নতুন আরেকটি তথ্য দিয়েছে স্যামসাং। বিস্তারিত কিছু না জানালেও, প্রেস ইভেন্টের বিজ্ঞাপনে নতুনভাবে কল্পনা করা ক্যামেরা লিখে সেটটির ক্যামেরায় গুরুত্বপূর্ণ আপডেটের ইঙ্গিত দিয়েছে তারা।
বেশ কয়েক দিন ধরে একটি গুঞ্জন শোনা যাচ্ছে, গ্যালাক্সি এস৯-এর পিছনে দুটি ক্যামেরা থাকবে। একটি অসমর্থিত সূত্র জানায় সেটটির ক্যামেরাগুলোতে নতুন প্রযুক্তির ইমেজ সেন্সর থাকবে যা মিনিটে এক হাজার ছবি তুলতে সক্ষম। এসব খবর সত্যি হোক আর না হোক, বিভিন্ন পত্রিকার প্রতিবেদন জানিয়েছে, স্যামসাং তাদের প্রেস ইভেন্টে গ্যালাক্সি এস৯-এর ক্যামেরার উপরেই বেশি জোর দিবে। গ্যালাক্সি এস৮ ও এস৮+ এর ক্যামেরায় উল্লেখযোগ্য আপডেট না থাকায় যারা হতাশ হয়েছিলেন তাদের জন্য এটা সুখবরই বলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*