Saturday , 10 June 2023
আপডেট
Home » তথ্য ও প্রযুক্তি » গ্রামীণফোনের আয় বেড়েই চলেছে
গ্রামীণফোনের আয় বেড়েই চলেছে

গ্রামীণফোনের আয় বেড়েই চলেছে

আজকের প্রভাত প্রতিবেদক : গ্রামীণফোন লিমিটেড ২০১৭ সালে ১২৮৪০ কোটি টাকা রাজস্ব আয় করেছে। যা পূর্ববর্তী বছরের তুলনায় ১১.৮% বেশি । ডাটা থেকে অর্জিত রাজস্ব বেড়েছে ৪৬.৪%। ভয়েস থেকে অর্জিত রাজস্ব বেড়েছে ৯.৫%। ২০১৭ এর চতুর্থ প্রান্তিকে রাজস্ব ৮.০% বেড়েছে বলে প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
গ্রামীণফোন গত বছরে ৭৪ লক্ষ স্বক্রিয় গ্রাহক যোগ করেছে যেখানে প্রবৃদ্ধির হার ছিল ১২.৭%। গত বছর গ্রামীণফোনে যুক্ত হয়েছে ৬৬ লক্ষ ডাটা গ্রাহক।এর ফলে মোট গ্রাহকের ৪৭.৭% ইন্টারনেট সেবা ব্যবহার করছে।
গ্রামীণফোনের সিইও মাইকেল প্যাট্রিক ফোলি বলেন,২০১৭ এ আমরা খুবই প্রতিযোগিতামূলক পরিবেশে শক্তিশালী ব্যবসায়িক ফলাফল এনে দিয়েছি। কৌশলগত লক্ষ্য নির্ধারণ এবং বাজারে সঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা এই সাফল্য অর্জন করতে পেরেছি। আমাদের সিম মার্কেট শেয়ার ৪৫.৪% এবং ভয়েস থেক অর্জিত রাজস্বের প্রবৃদ্ধি আরো বেড়েছে।
তিনি আরো বলেন, ভবিষ্যতে আমাদের কর্মপদ্ধতিকে আরো দক্ষ ও দ্রুতগতি সম্পন্ন করে, প্রমাণিত কৌশলগত অগ্রাধিকার নিয়ে কাজ অব্যাহত রাখার মাধ্যমে কোম্পানিকে সম্মানিত শেয়ারেহাল্ডারদের জন্য আরো লাভজনক করে তুলবো।
আয়কর প্রদানের পর ২০১৭ এ মুনাফা হয়েছে ২৭৪০ কোটি টাকা। উচ্চ রাজস্ব আয় এবং দক্ষ পরিচলন ব্যয়ের কারণে এবছর অন্যান্য আইটেমের আগে আয় হয়েছে ৭৬২০ কোটি টাকা। এবছর শেয়ার প্রতি আয় ছিল ২০.৩১ টাকা।
গ্রামীণফোনের সিএফও কার্ল এরিক ব্রোতেন বলেন, গ্রামীণফোন টপ লাইন এবং মুনাফার প্রবৃদ্ধির মাধ্যমে আরেকটি বছর সম্পন্ন করেছে।এটা সম্ভব হয়েছে গ্রাহক এবং তাদের সেবা ব্যবহার বৃদ্ধির ফলে। আমরা সেবার মূল্য নির্ধারণ বিশেষ করে ডাটার মূল্য নির্ধারণে বেশ প্রতিযোগিতামূলক চাপে ছিলাম। আমাদের পরিচলণ দক্ষতা বৃদ্ধির উদ্যোগের মুনাফা আরো বেড়েছে।
গ্রামীণফোন ২০১৭ এ তার থ্রিজি নেটওয়ার্ক স্থাপন, টুজি নেটওয়ার্ক এর মানোন্নয়ন এবং ভবিষ্যত ব্যবসার জন্য আইটি অবকাঠামোর দক্ষতা বৃদ্ধিতে ১৪৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এদিকে দেশের বৃহত্তম কর দাতা গ্রামীণফোন ২০১৬ সালে সরকারী কোষাগারে কর, ভ্যাট, শুল্ক ও লাইসেন্স ফি হিসেবে ৬১৮০ কোটি টাকা জমা দিয়েছে যা কোম্পানির মোট রাজস্ব আয়ের ৪৮.১ শতাংশ।
২৯ জানুয়ারি এ অনুষ্ঠিত বোর্ড সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী গ্রামীণফোন লিমিটেডের এর পরিচালক মন্ডলী ২০১৭ এর পুরো বছরের জন্য শেয়ার প্রতি ২০.৫ টাকা নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। এর ফলে ২০১৬ সালের জন্য মোট নগদ লভ্যাংশের পরিমান দাড়ালো পরিশোধিত মূলধনের ২০৫ শতাংশ যা ২০১৭ সালের কর পরবর্তী মুনাফার ১০১% (এর মধ্যে রয়েছে ১০৫ শতাংশ অন্তবর্তী নগদ লভ্যাংশ)। রেকর্ড তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৮ তে যারা শেয়ারহোল্ডার থাকবেন তারা এই লভ্যাংশ পাবেন যা ১৯ এপ্রিল ২০১৭ এ অনুষ্ঠতব্য ২১তম বার্ষিক সাধারণ সভার দিন শেয়ারহোল্ডারদের অনুমোদনের উপর নিভরশীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*