আজকের প্রভাত ডেস্ক: চীনের স্মার্টফোন ব্র্যান্ড শাওমি বাজারে চার জিবি র্যামের রেডমি ফাইভ-এর নতুন ভার্সন বাজারে ছেড়েছে। এর আগে কোম্পানির পক্ষ থেকে এই স্মার্টফোনের দুটি মডেল লঞ্চ করা হয়েছিল, যার একটির সঙ্গে ২জিবি র্যাম এবং অপরটির সঙ্গে ১৬জিবি ইন্টারনাল মেমোরি দেওয়া হয়েছিল এবং অপরটিতে ছিল ৩জিবি র্যাম।
রেডমি ফাইভ-এর চার জিবি র্যামের এই ফোনের মূল্য প্রায় ১১,০০০ রুপি। তবে রেডমি ফাইভ-এর এই নতুন ভার্সনটি শুধুমাত্র চিনেই লঞ্চ হয়েছে৷ তবে ভারতসহ পাশ্ববর্তী দেশে তা আসবে তা এখনও জানা যয়ানি৷
ফানটিতে আছে ৫.৭ ইঞ্চির এইচডি ডিসপ্লে এবং ১৮:৯ আসপেক্ট রেশিও রয়েছে । এতে ১২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল৷ রয়েছে ব্লু-টুথ ৪.২, ৩.৫ এমএম হেডফোন জ্যাক, এবং মাইক্রো ইউএসবি৷ ব্যাটারি ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
