Friday , 24 March 2023
আপডেট
Home » তথ্য ও প্রযুক্তি » ফাইভজি আনতে কোয়ালকমের সঙ্গে চুক্তি করেছে অপো
ফাইভজি আনতে কোয়ালকমের সঙ্গে চুক্তি করেছে অপো

ফাইভজি আনতে কোয়ালকমের সঙ্গে চুক্তি করেছে অপো

আজকের প্রভাত ডেস্ক : আগামী দিনে ইন্টারনেট দুনিয়া মাতাবে ফাইভ জি। এই প্রযুক্তির স্মার্টফোন আনতে কোয়ালকমের সঙ্গে চুক্তি করেছে চীনা ব্র্যান্ড অপো। ফাইভজি পাইওনিয়ার ইনিশিয়েটিভ-এর অংশ হিসেবে অপো-কে রেডিও ফ্রিকোয়েন্সির মতো সাপোর্ট দেবে এই চিপ নির্মাতা মার্কিন সংস্থাটি।
বিদেশী পত্রিকার বরাতে জানা যায়, এক বৈঠকে স্মার্টফোন নির্মাতা চিনা সংস্থাটির প্রধান টনি শেন উপস্থিত ছিলেন। তিনি বলেন, ভবিষ্যতে ফাইভজি প্রযুক্তিগুলোতে বিনিয়োগ চালিয়ে যাবে অপো এবং ইউজারদের চাহিদা পূরণ করবে। আর অপো ২০১৯ সালে ফাইভজি স্মার্টফোন উন্মোচনের পরিকল্পনা আছে।
শেন আরও বলেন, ২০১৮ সালে বিশ্বের বাজারে আরও দ্রুত গতিতে প্রবেশ করবে অপো। এবং বিশেষ করে জাপানের মতো আরও উন্নত দেশগুলোতে প্রবেশ করবে যাতে বিশ্ব জুড়ে গ্রাহকদের উন্নত প্রযুক্তির স্মার্টফোন দিতে পারে।
চলতি মাসের শুরুতে বেজিংয়ে ফাইভজি প্রযুক্তির আরঅ্যান্ডডি ট্রায়াল ফেইজ থ্রি শুরু করেছে আইএমটি-২০২০ (৫জি) প্রমোশন গ্রুপ।
এত ৫জি স্ট্যান্ডার্ড গঠনে একমাত্র স্মার্টফোন নির্মাতা হিসেবে অংশ নিয়েছে অপো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*