Friday , 9 June 2023
আপডেট
Home » খেলাধুলা » বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজকের প্রভাত প্রতিবেদক : প্রথমবারের মতো প্রবর্তিত বাংলাদেশ যুব গেমসের জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হওয়ায় চূড়ান্ত পর্বকে ঘিরে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে আয়োজক বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ( বিওএ)।
আগামী ৯ মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ যুব গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বড় পর্দায় ফুটিয়ে তোলা হবে জেলা ও বিভাগীয় পর্যায়ে পারফরমারদের পারফরমেন্স। মার্চ পাস্টে অংশগ্রহণ করবে চূড়ান্ত পর্বে মনোনীত তরুণ ক্রীড়াবিদরা।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন সভাপতি ও সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এসবিপি, এনডিসি, পিএসসি’র সভাপতিত্বে সোমবার কুর্মিটোলা গলফ ক্লাবে স্টিয়ারিং কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চূড়ান্ত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে থাকছে ৯ম পদাতিক ডিভিশন।
নাটিকা ডিসপ্লের মাধ্যমে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন, ’৬৯’র গণঅভ্যুত্থান, ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ এবং মহান মুক্তিযুদ্ধ ফুটিয়ে তোলা হবে। বাংলাদেশ যুব গেমসের থিম সং উঠবে বেজে, প্রদর্শিত হবে গেমসের মাসকট তেজস্বী। আকর্ষণীয় লেজার শো’র মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানকে বর্ণাঢ্য করার পাশাপাশি থাকছে আতশবাজি উৎসব।
উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পী সাবিনা ইয়সমিন, জেমস, হাবিব ওয়াহিদ উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন গান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*