Wednesday , 29 March 2023
আপডেট
Home » গরম খবর » বিএনপি ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: সিইসি
বিএনপি ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা

বিএনপি ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: সিইসি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। শুক্রবার (২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।এসময় সাংবাদিকরা জানতে চান- নির্বাচন কমিশন সবসময় বলেছে সব দলের অংশগ্রহণে নির্বাচন, সেই নির্বাচন কি বিএনপিকে ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘না, না, কখনও না। বিএনপি ছাড়া নির্বাচন সব দলের হয় কিভাবে। অবশ্যই বিএনপি রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তাদের ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। এটা আগেও বলেছি, এখনও বলছি।
অপর এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, ‘আমরা আশা করি সবাই নির্বাচনে আসবে। নির্বাচনি পরিবেশ ভালো হবে। নির্বাচনে সব দলই একই সুযোগ পাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*