Saturday , 10 June 2023
আপডেট
Home » খেলাধুলা » শনিবার থেকে শুরু মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট
শনিবার থেকে শুরু মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট

শনিবার থেকে শুরু মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহযোগিতায় ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায়, কুইন অব হার্টের আয়োজনে শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের চতুর্থ আসর। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা শেষ হবে ৫ ফেব্রুয়ারি। এবারের এই টুর্নামেন্টের সহযোগিতায় থাকছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ্-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টাইটেল স্পন্সর ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), কুইন অব হার্টের পরিচালক বোরহান আজাদ, বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান উজ্জামান রাজীব, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য এসএম শামীম ও কো-স্পন্সর প্রতিষ্ঠানের কর্তকর্তাগণ। সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের এই ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ৩০টি মিডিয়া হাউজ অংশ নিতে যাচ্ছে। যেখানে সংবাদপত্র, রেডিও, টেলিভিশন ও অনলাইন নিউজপোর্টালের প্রায় ৩০০ নারী ও পুরুষ সংবাদকর্মী প্রতিদ্বন্দ্বিতা করবেন। পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নকআউট ভিত্তিতে হবে খেলা। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স-আপদের জন্য থাকছে প্রাইজমানি ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া মিডিয়া হাউজগুলো হল : বিটিভি, ইন্ডিপেডেন্ড টিভি, সমকাল, রাইজিংবিডি.কম, চ্যানেল-২৪, ৭১টিভি, যমুনা টিভি, ডিবিসি নিউজ, আরটিভি, দেশ টিভি, বৈশাখী টিভি, এটিএন নিউজ, দীপ্ত টিভি, নিউজ-২৪, বিডি মর্নিং, আল দাওয়াহ টিভি, যায়যায়দিন, কালেরকণ্ঠ, আমাদের সময়, এনটিভি অনলাইন, ইত্তেফাক, প্রথম আলো, বাংলাভিশন, বাংলা টিভি, চ্যানেল-৯, চ্যানেল-আই, গাজী টিভি, মাই টিভি, ভোরের কাগজ ও ইনকিলাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*