আজকের প্রভাত প্রতিবেদক : দেশের শীর্ষ টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের নতুন চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হলেন রাদে কোভাসেভিচ। তিনি ৩০ জানুয়ারি থেকে গ্রামীণফোনের এই পদে আসীন হয়েছেন। এর আগে ২০১৭ সালের ১৮ জুন থেকে অস্থায়ী সিটিও হিসেবে কর্মরত ছিলেন।
টেলিকম শিল্পে বিভিন্ন পদে রাদে এর ১৭ বছরের অভিজ্ঞতা আছে। গ্রামীণফোনে যোগদানে আগে তিনি হেড অব আইটি এশিয়া (ভারপ্রাপ্ত) টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস, টেলিনর গ্রুপ হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি টেলিনর ইন্ডিয়াতে হেড অব সোর্সিং হিসেবে দায়িত্ব পালন করেন।
রাদে কোভাসেভিচ বলেন , উন্নত নেটওয়ার্ক এবং উদ্ভাবনী সেবার জন্য পরিচিত একটি গতিশীল প্রতিষ্ঠানের অংশ হতে পেরে আমি আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। ৬৫ মিলিয়ন গ্রাহকের জন্য জরুরি মোবাইল সেবা প্রদানকারী এই প্রতিষ্ঠানে যোগ দিতে পেরে আমি বিনীত ও কৃতজ্ঞ বোধ করছি।
গ্রামীণফোনে তাকে স্বাগত জানিয়ে সিইও মাইকেল ফোলি বলেন, রাদে এই শিল্প এবং টেলিনর গ্রুপে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন। ২০১৮ সাল এবং পরবর্তী সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় আইটি এবং নেটওয়ার্ক বিষয়ে তার অভিজ্ঞতা আমাদের অনেক কাজে লাগবে।’
রাদে মন্টেনেগ্রোর নাগরিক । তিনি ইউনিভার্সিটি অব মন্টেনেগ্রো থেকে ইলেকট্রনিকস অ্যান্ড কম্পিউটার সায়েন্সে এমএসসি করেছেন।
