Saturday , 10 June 2023
আপডেট
Home » খেলাধুলা » ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক, ব্রাদার্স ও শেখ জামালের জয়
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক, ব্রাদার্স ও শেখ জামালের জয়

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক, ব্রাদার্স ও শেখ জামালের জয়

ক্রীড়া প্রতিবেদক : ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে জয় পেয়েছে প্রাইম ব্যাংক, ব্রাদার্স ইউনিয়ন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৭ উইকেটে হারিয়েছে কলাবাগান ক্রীড়া চক্রকে। প্রথমে ব্যাট করে কলাবাগান নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১৭২ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন মাহমুদুল হাসান। ম্যাচ সেরা দেলোয়ার হোসেন ৩২ রানে ৩ উইকেট নিয়ে কলাবাগানের ধ্বস নামান। জবাবে, জাকির হাসান ও মেহেদী মারুফের ফিফটিতে ১৪ ওভার বাকী থাকতেই ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলে জয় পায়। জাকির ৫৬ ও মেহেদী মারুফ ৫১ রান করেন।
এদিকে, বিকেএসপিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৫ উইকেটে পরাজিত করে ব্রাদার্স ইউনিয়ন। প্রথমে ব্যাট করে মোহামেডান ৮ উইকেটে তোলে ২৩০ রান তোলে মোহামেডান। দলের পক্ষে সর্বোচ্চ ৮৫ রান করেন অধিনায়ক শামসুর রহমান। পাকিস্তানী ব্যাটসম্যান সালমান বাট করেন ৬২ রান। ব্রাদার্সের বোলারদের মধ্যে সোহরাওয়ার্দি শুভ ৪০ রানে ২ উইকেট তুলে নেন। জবাবে ব্রাদার্সের অধিনায়ক ও ম্যাচ সেরা অলক কাপালির অপরাজিত ৯২ রানে ভর করে ১৬ বল বাকী থাকতে ৫ উইকেটে ২৩২ রান সংগ্রহ করে জয় পায়।
অন্য ম্যাচে, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৩ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*